কিমের খবর নিলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানতে চেয়েছেন, ‘কিম জং উন কেমন আছেন’। স্থানীয় সময় গতকাল সোমবার (২০ জানুয়ারি) দক্ষিণ কোরিয়ায় থাকা মার্কিন সেনাদের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা জানতে চান তিনি। খবর বার্তা সংস্থা এপির।
সেনাদের এই অনুষ্ঠানে ভাষণের শুরুতেই মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রু উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বিষয়ে জানতে চান ট্রাম্প।
‘কিম জং উন কেমন আছেন’, প্রশ্ন করেন ট্রাম্প। তিনি কিমকে ‘খারাপ উদ্দেশ্যধারী’ ও ‘কঠিন ব্যক্তি’ হিসেবে বর্ণনা করেন। তবে তিনি যোগ করেন, একান্তে থাকা স্বৈরশাসক কিমের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল।
ট্রাম্প তার প্রথম মেয়াদে কিমের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছিলেন। কিমের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর সঙ্গে দ্বন্দ্ব থাকা সত্ত্বেও প্রায়শই তার সম্পর্কে বিভিন্ন বক্তব্য দিয়েছেন ট্রাম্প, যা ব্যাপক বিতর্কিত হয়।
ভাষণের পরে ট্রাম্প ও ভ্যান্স তাদের স্ত্রীদের সঙ্গে নিয়ে সামরিক বাহিনীর শাখাগুলোর সিল দিয়ে সজ্জিত একটি কেক কাটেন।