দক্ষিণ কোরিয়া সফরে ট্রাম্পের নীরব প্রস্তুতি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মাসে দক্ষিণ কোরিয়া সফরের জন্য নীরবে প্রস্তুতি নিচ্ছেন। সিএনএন-এর বরাত দিয়ে ট্রাম্প প্রশাসনের তিনজন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। এই সফরের মূল লক্ষ্য হলো— এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একটি বৈঠক করা।
অক্টোবরের শেষ থেকে নভেম্বরের শুরুর দিকে দক্ষিণ কোরিয়ার গিয়ংজু শহরে এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
কর্মকর্তারা জানিয়েছেন, শি’র সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে গুরুতর আলোচনা হয়েছে, যদিও এখনো কোনো চূড়ান্ত পরিকল্পনা করা হয়নি। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং গত সপ্তাহে ট্রাম্পকে এই সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানান।
ট্রাম্পের এই সম্ভাব্য সফর এমন এক সময়ে হচ্ছে যখন চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বেশ নাজুক। দুই দেশের মধ্যে তীব্র বাণিজ্য যুদ্ধ চলছে ও ট্রাম্প বারবার চীনের ওপর উচ্চ শুল্ক আরোপ করেছেন। সাম্প্রতিক সময়ে ট্রাম্প ভারত ও রাশিয়ার নেতাদের সঙ্গে শি’র বৈঠক নিয়েও প্রকাশ্যে সমালোচনা করেছেন।
কিমের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা
ট্রাম্পের এই সফর তাকে আবারও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দেখা করার সুযোগ করে দিতে পারে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং-এর মতে, এটি কিমের সঙ্গে আলোচনার একটি সুযোগ। এর আগে ট্রাম্পও কিমের সঙ্গে দেখা করতে ইচ্ছুক বলে জানিয়েছিলেন।
তবে, সাম্প্রতিক সময়ে একটি ব্যর্থ সামরিক অভিযান নিয়ে প্রকাশিত এক প্রতিবেদন দুই নেতার মধ্যে যোগাযোগের ওপর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানিয়েছেন, এই সফরের লক্ষ্য হলো অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, প্রতিরক্ষা ও বেসামরিক পারমাণবিক সহযোগিতা নিয়ে আলোচনা করা।
ট্রাম্প প্রশাসন মনে করে, এটি যুক্তরাষ্ট্রের জন্য আরও অর্থনৈতিক বিনিয়োগ অর্জনের একটি সুযোগ। যদিও চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে, এই সফর দুই দেশের মধ্যে সম্পর্কের উত্তেজনা কমাতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।