পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহত আরও ১০
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/01/22/west_bank.jpg)
অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। এ ছাড়া গত দুই দিনে গাজার ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ১২০টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার (২২ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি সামরিক অভিযানে কমপক্ষে ১০ জন ফিলিস্তিনি নিহত এবং অনেকে আহত হয়েছেন।
অধিকৃত পশ্চিম তীরে জাতিসংঘের মানবাধিকার অফিস বলেছে, অবৈধ ইসরায়েলি বসতি সম্প্রসারণের সাথে সাথে ফিলিস্তিনিদের চলাচলের স্বাধীনতা "ব্যাপকভাবে সীমিত" করা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতিসংঘে মনোনীত রাষ্ট্রদূত বলেছেন, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের "বাইবেলগত অধিকার" রয়েছে।
এদিকে, বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা জানিয়েছেন, গাজায় দুই দিনে ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ১২০টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
জাতিসংঘের মানবিক সংস্থা জানিয়েছে, মঙ্গলবার (২১ জানুয়ারি) প্রায় ৯০০ ট্রাক ত্রাণ গাজায় প্রবেশ করেছে। ইসরায়েলের অবরোধ তুলে নেওয়ার পর যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে ত্রাণ পৌঁছেছে।
![](http://103.16.74.218/sites/default/files/styles/very_big_1/public/images/2025/01/22/west_bank-_inner.jpg)
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় কমপক্ষে ৪৭ হাজার ১০৭ জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ১১ হাজার ১৪৭ জন আহত হয়েছেন।
ইসরায়েলের নির্বিচার হামলা থেকে বাদ যায়নি এই উপত্যকার মসজিদ, বিদ্যালয়, হাসপাতাল, আবাসিক ভবন, এমনকি শরণার্থী শিবিরও।
ইসরায়েলি আগ্রাসনে ২০ লাখের বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। বর্বর এ বাহিনীর নির্বিচার হামলা গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।