পাঁচ বছর পর চালু হচ্ছে ভারত-চীন সরাসরি ফ্লাইট
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/01/27/bhaart-bimaan.jpg)
কূটনৈতিক টানাপড়েনে দীর্ঘ পাঁচ বছর বন্ধ থাকার পর ভারত ও চীনের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হতে যাচ্ছে। খবর এএফপির। আজ সোমবার (২৭ জানুয়ারি) ভারত সরকার জানায়, পুনরায় সরাসরি বিমান চলাচল শুরুর বিষয়ে উভয় দেশ সম্মত হয়েছে।
এর আগে ২০২০ সালে কোভিড মহামারির কারণে ভারত ও চীনের মধ্যে সরাসরি ফ্লাইট স্থগিত করা হয়েছিল এবং বিধিনিষেধ তুলে নেওয়া সত্ত্বেও আর চালু করা হয়নি। সেই বছরের মে মাসে লাদাখে দুই দেশের সম্পর্কে স্থবিরতা শুরু হয় এবং পরের মাসে লাদাখের গালওয়ানে একটি সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা নিহত হন। অপরদিকে চীনা পক্ষেরও ক্ষয়ক্ষতি হলেও সঠিক পরিসংখ্যান নিশ্চিত করা যায়নি।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2025/01/27/bhaart-ciin.jpg)
সর্বশেষ গত বছরের শেষ দিকে উভয় পক্ষ থেকে আলোচনা শুরুর জন্য পদক্ষেপ নেওয়া হয়। জি-২০ শীর্ষ সম্মেলনের সময় রিও ডি জেনেরিওতে এক বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই বিষয় নিয়ে আলোচনা করেন।