গাজায় দ্বিতীয় ধাপের অস্ত্রবিরতির জন্য হামাসের চাপ

স্থায়ীভাবে হামাস-ইসলায়েল যুদ্ধ বন্ধের লক্ষ্যে দ্বিতীয় ধাপের অস্ত্রবিরতি চুক্তির প্রক্রিয়া শুরু করতে ইসরায়েলের ওপর হামাসের অব্যাহত চাপের মুখে কাতারের রাজধানী দোহায় প্রতিনি ধিদল পাঠাচ্ছে ইসরায়েল। খবর এএফপির।
এ বছরের ১৯ জানুয়ারি ইসরায়েল ও হামাসের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি কার্যকরের আগে প্রাণঘাতী যুদ্ধে জড়িত ছিল উভয়পক্ষ। এ সপ্তাহের শেষ দিকে মিসরের রাজধানী কায়রোতে মধ্যস্থতাকারীদের সঙ্গে ফিলিস্তিনি মিলিশিয়া প্রতিনিধিদের বৈঠকে হামাস অবরুদ্ধ গাজা উপত্যকায় জরুরি ভিত্তিতে কোনো বাধা ছাড়াই মানবিক সহায়তাপণ্য প্রবেশের বিষয়টি তুলে ধরে।
এ বিষয়ে হামাসের জ্যেষ্ঠ নেতা মাহমুদ মারদাওই বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘হামাস আবশ্যিকভাবে দ্বিতীয় ধাপের আলোচনা শুরুর জন্য দখলদারদের ওপর চাপ সৃষ্টি করছে।’ তিনি আরও বলেন, আলোচনার এই ধারা যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের পথ তৈরি করে দিতে পারে।
মারদাওই আরও বলেন, দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি আলোচনায় হামাসের মূল দাবি হলো গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সৈন্যদের পুরোপুরি প্রত্যাহার। পাশাপাশি ইসরায়েলের আরোপ করা অবরোধও তুলে নিতে হবে। এ ছাড়া ফিলিস্তিনি ভূখণ্ডের পুনর্গঠনের পাশাপাশি আর্থিক সহায়তা প্রদানের বিষয়গুলোও রয়েছে।
মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনার পর হামাসের মুখপাত্র আবদেল লতিফ আল-কানু বলেন, এ পর্যন্ত সব নির্দেশকের বার্তা ‘ইতিবাচক’।
এদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস থেকে বলা হয়েছে, আগামীকাল সোমবার তারা দোহায় প্রতিনিধি দল পাঠাচ্ছে। আজ রোববার বিষয়গুলো নিয়ে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে আলোচনার কথা রয়েছে। ইসরায়েল অবশ্য বলছে, তারা প্রথম ধাপের যুদ্ধবিরতিরকে আরও বাড়িয়ে নিতে চায় আর এটা চলতে পারে আগামী এপ্রিল মাসের মাঝামাঝি পর্যন্ত।

গত ১ মার্চ পর্যন্ত যুদ্ধবিরতির প্রাথমিক পর্যায়ে মোট ছয় সপ্তাহে গাজা ছিল তুলনামূলক শান্ত। এ সময়টাতে হামাস ২৫ জন পণবন্দিকে জীবিত অবস্থায় মুক্ত করে দেয় এবং হস্তান্তর করে আরও আটজনের মরদেহ। অন্যদিকে, পণবন্দিদের মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি দেওয়া হয় এক হাজার ৮০০ ফিলিস্তিনি বন্দিকে।
এই যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে গাজায় ১৫ মাস ধরে চলতে থাকা সংঘাত কিছুটা হলেও থামে। তবে গাজার সব অধিবাসীই এ সময়টাতে বাস্তুচ্যুত হয়ে পড়ে। গাজাবাসী খাদ্য, আশ্রয় ও চিকিৎসার সুবিধা থেকে পুরোপুরি বঞ্চিত হয়।