হোয়াইট হাউসের বাইরে অস্ত্রধারীকে সিক্রেট সার্ভিসের গুলি

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের বাইরে অস্ত্রধারী এক ব্যক্তিকে গুলি করেছে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস সদস্যরা। স্থানীয় সময় রোববার (৯ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।
সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে জানায়, এ সময় হোয়াইট হাউসে ছিলেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ছুটি কাটাতে ফ্লোরিডায় নিজ বাড়ি মার-এ-লাগোতে গিয়েছিলেন।
বিবৃতিতে বলা হয়, এর আগে স্থানীয় পুলিশের কাছ থেকে ইন্ডিয়ানা অঙ্গরাজ্য থেকে ওয়াশিংটন ডিসিতে আসা একজন আত্মঘাতী ব্যক্তি সম্পর্কে তথ্য পাওয়া গিয়েছিল।
এর সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা স্থানীয় পুলিশের কাছ থেকে পাওয়া বর্ণনার সঙ্গে মিলে যাওয়া এক ব্যক্তির কাছে গেলে, ওই ব্যক্তি আগ্নেয়াস্ত্র তাক করেন। তখন তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। বর্তমানে ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি রয়েছেন। তার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানা যায়নি।

বিবৃতিতে বলা হয়, ‘অফিসাররা এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্যক্তিটি একটি আগ্নেয়াস্ত্র তাক করে এবং এ সময় গোলাগুলি শুরু হয়, আমাদের কর্মকর্তারাও গুলি চালায়।’
ঘটনাটি এখন ওয়াশিংটনের মেট্রোপলিটন পুলিশ তদন্ত করছে।