পাকিস্তানের হামলায় ভূপাতিত ভারতীয় পাঁচ যুদ্ধবিমান, পাইলটদের শেষ অবস্থা

কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার জেরে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। হামলায় দেশটির পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করছে ইসলামাবাদ। তবে এই দাবির সত্যতা এখনও নিশ্চিত করেনি নয়াদিল্লি।
আজ বুধবার (৭ মে) এক বিবৃতিতে পাকিস্তানের সামরিক মুখপাত্র জানান, তাদের বাহিনী পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তাদের দাবি অনুযায়ী, ভূপাতিত বিমানগুলোর মধ্যে তিনটি রাফাল, একটি সুখোই এসইউ-৩০ ও একটি মিগ-২৯ রয়েছে।
অন্যদিকে কাশ্মীরের স্থানীয় সরকারের সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাতে হিমালয় অঞ্চলের বিভিন্ন স্থানে তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। যুদ্ধবিমানগুলোর পাইলটদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের আঘাতের প্রকৃতি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

ভারত জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে ‘অপারেশন সিঁদুর’-এর আওতায় পাকিস্তানের নয়টি স্থানে হামলা চালানো হয়েছে। ওই স্থানগুলো ‘সন্ত্রাসী অবকাঠামো’ হিসেবে ব্যবহৃত হত এবং সেখান থেকে তাদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করা হতো। ভারতীয় সামরিক মুখপাত্র দাবি করেছেন, ওই স্থানগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে।
‘সিঁদুর’, যা বিবাহিত হিন্দু নারীদের ব্যবহৃত লাল সিঁদুরকে বোঝায়। পেহেলগামে ২২ এপ্রিলের হামলায় নিহত ২৬ জন পুরুষ নিহত হন। যাদের অধিকাংশই ছিলেন হিন্দু। হিন্দু বিধবাদের প্রতি ইঙ্গিত করেই এই নাম রাখা হতে পারে।