অপারেশন সিঁদুরের ব্রিফিংয়েও দুই নারী, কী বার্তা দিল ভারত

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। দেশটি এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন সিঁদুর’। এই অভিযান পরবর্তী প্রেস ব্রিফিংয়ে সামরিক বাহিনীর দুই নারী কর্মকর্তাকে সামনে নিয়ে এসেছে দিল্লি। তারা হলেন—উইং কমান্ডার ব্যোমিকা সিং ও কর্নেল সোফিয়া কুরেশি। ভারত এর মাধ্যমে পেহেলগাম হামলায় স্বামী হারানো নারীদের প্রতি সহমর্মিতার বার্তা দিতে চেয়েছে বলে মনে করা হচ্ছে।
আজ বুধবার (৭ মে) ‘অপারেশন সিঁদুর’ এর সর্বশেষ তথ্য জানাতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অংশ নেন ওই দুই নারী সামরিক কর্মকর্তা। খবর এনডিটিভির।
খবরে বলা হয়, সন্ত্রাসী হামলায় স্বামীহারা নারীদের প্রতি সম্মান জানাতে ‘অপারেশন সিঁদুর’ নাম এবং ব্রিফিংয়ের নেতৃত্বে নারী কর্মকর্তাদের নির্বাচন করা হয়েছে। এটিকে শক্তিশালী পদক্ষেপ হিসেবে প্রশংসা করেছে ভারতের জনসাধারণ।
ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রীর পর বক্তব্য দেন কর্নেল সোফিয়া কুরেশি। তিনি বলেন, ‘নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং আন্তঃসীমান্ত সন্ত্রাসে তাদের জড়িত থাকার প্রমাণ সাপেক্ষে সন্ত্রাসী লক্ষ্যবস্তু নির্বাচন করা হয়েছিল। এ সময় পাকিস্তানে কোনো সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়নি। এই অভিযানে ৯টি সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করা হয়েছে।’
উইং কমান্ডার ব্যোমিকা সিং বলেন, ‘ভারত তার প্রতিক্রিয়ায় যথেষ্ট সংযম দেখিয়েছে। তবে পরিস্থিতি আরও বাড়ানোর জন্য পাকিস্তানের যেকোনো দুঃসাহসিক পদক্ষেপের জবাব দিতে ভারতীয় সশস্ত্র বাহিনী সম্পূর্ণরূপে প্রস্তুত।’

উইং কমান্ডার ব্যোমিকা সিং ও কর্নেল সোফিয়া কুরেশির পরিচয়
উইং কমান্ডার ব্যোমিকা সিং ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একজন হেলিকপ্টার পাইলট। তিনি ন্যাশনাল ক্যাডেট কোরে (এনসিসি) যোগদান করেন এবং পরবর্তীতে প্রকৌশল বিষয়ে পড়াশোনা সম্পন্ন করেন। ২০১৯ সালের ১৮ ডিসেম্বর তিনি ফ্লাইং ব্রাঞ্চে স্থায়ী কমিশন লাভ করেন। উইং কমান্ডার ব্যোমিকা সিং ‘চেতক’ ও ‘চিতার’ মতো হেলিকপ্টার ভারতের দুর্গম এলাকা, যেমন জম্মু ও কাশ্মীর এবং উত্তর-পূর্বাঞ্চলের অত্যাধিক উচ্চতায় পরিচালনা করেছেন। তিনি বহু উদ্ধার অভিযানেও অংশ নিয়েছেন।
কর্নেল সোফিয়া কুরেশি ভারতীয় সেনাবাহিনীর কর্পস অব সিগন্যালসের একজন সজ্জিত কর্মকর্তা। তিনি পুনেতে অনুষ্ঠিত বহুজাতিক সামরিক মহড়ায় ভারতীয় সেনা দলের নেতৃত্ব দেওয়া প্রথম নারী কর্মকর্তা, যা ভারতীয় মাটিতে অনুষ্ঠিত অন্যতম বৃহত্তম বিদেশি সামরিক মহড়া।