ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীর ছেড়ে পালিয়েছে ৪০ হাজার বাসিন্দা

প্রতিবেশী দুই দেশের মধ্যে চলমান তীব্র সংঘর্ষের জেরে সীমান্তবর্তী এলাকা ছেড়ে পালাচ্ছেন ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্চ জেলার বাসিন্দারা। এরই মধ্যে প্রায় ৪০ হাজার বাসিন্দা তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।
আজ বৃহস্পতিবার (৮ মে) স্থানীয় বাসিন্দাদের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছেন, ভারতের বিমান হামলার পর বুধবার ভোর থেকে ওই এলাকায় গোলাবর্ষণের মাত্রা আরও বেড়ে গেছে।
পুঞ্চের স্থানীয় বাসিন্দা মেহতাব দিন জানান, মঙ্গলবার রাতে তাদের বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এ সময় পরিবারের সদস্যদের নিয়ে মেঝেতে আশ্রয় নেন তারা। গোলার আঘাতে জানালা ভেঙে কাঁচের টুকরোগুলো তার বুকে পড়ছিল। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বাড়ি ফিরলেও তার অনেক প্রতিবেশী ইতোমধ্যেই নিরাপদ আশ্রয়ের সন্ধানে এলাকা ছেড়ে চলে গেছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত ৪৮ ঘণ্টায় পুঞ্চে বসবাসকারী আনুমানিক ৪০ হাজার মানুষের মধ্যে বেশিরভাগই এলাকা ছেড়ে পালিয়ে নিকটবর্তী সুরান কোটে আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন। সুরান কোট সীমান্ত থেকে তুলনামূলকভাবে দূরে হওয়ায় সেখানে গোলাবর্ষণের ঝুঁকি কম বলে মনে করছেন স্থানীয়রা।

নিজের বাড়ি ছেড়ে যেতে চান না মেহতাব দিন। তিনি বলেন, অনেক প্রতিবেশী সবকিছু ফেলে রেখে নিরাপদ আশ্রয়ের জন্য ছুটে গেছেন। তবে ছোট ব্যবসা ও দীর্ঘদিনের আবাসস্থল ছেড়ে যাওয়া তাদের জন্য অত্যন্ত কঠিন।
সাম্প্রতিক পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। গত মঙ্গলবার রাতে পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানও পাল্টা হামলার দাবি করেছে। এর ফলে সীমান্ত এলাকায় বসবাসকারী সাধারণ মানুষ চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন ও নিরাপদ আশ্রয়ের সন্ধানে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হচ্ছেন।