পাঞ্জাবে সকল সরকারি-বেসরকারি স্কুল বন্ধ ঘোষণা

পাকিস্তানের পাঞ্জাবে সকল সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ৯ মে (শুক্রবার) ও ১০ মে (শনিবার) স্কুলগুলো বন্ধ থাকবে।
আজ বৃহস্পতিবার (৮ মে) প্রাদেশিক স্কুল শিক্ষা সচিব খালিদ নাজির ওয়াট্টুর জারি করা এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। খবর ডনের।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৯ মে ও ১০ মে প্রদেশের সকল সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে আন্তর্জাতিক পরীক্ষামূলক সংস্থা (ও লেভেল ও এ লেভেল) কর্তৃক নির্ধারিত/পরিচালিত পরীক্ষাগুলো তাদের পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
প্রদেশের সকল চিফ এক্সিকিউটিভ অফিসারদের এই নির্দেশ কঠোরভাবে মেনে চলার জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

উল্লেখ্য, এর আগে আজ দুপুরের পাকিস্তানে চলমান ‘উত্তপ্ত পরিস্থিতির’ কারণে লাহোরের সকল কেন্দ্রে জিসিই, আইজিসিএসই, আইইএলটিএস ও লন্ডন বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত পরীক্ষাও বাতিল ঘোষণা করে ব্রিটিশ কাউন্সিল।
ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষাপটে এই পদক্ষেপ নিয়েছে পাঞ্জাব সরকার।