দেশজুড়ে টেরিটোরিয়াল আর্মি মোতায়েন করবে ভারত

দেশজুড়ে সহায়ক সামরিক বাহিনী টেরিটোরিয়াল আর্মি (টিএ) মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ভারত। আজ শুক্রবার (৯ মে) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ৩২টি পদাতিক ব্যাটালিয়নের মধ্যে ১৪টিকে সক্রিয় করার নির্দেশ দিয়েছে। এই ১৪টি পদাতিক ব্যাটালিয়ন ২০২৮ সাল পর্যন্ত দেশজুড়ে সুরক্ষা নিশ্চিতের জন্য মোতায়েন করা হবে। খবর এনডিটিভির।
সরকারি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, ‘উচ্চতর প্রস্তুতি এবং কৌশলগত শক্তিবৃদ্ধির’ অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের সামরিক বিষয়ক বিভাগ থেকে জারি করা এই আদেশটি এমন এক সময়ে এলো, যখন পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা দ্রুত বাড়ছে।
প্রতিবেদনে বলা হয়, জনবলের দিক থেকে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের চেয়ে অনেক শক্তিশালী অবস্থানে রয়েছে।
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) তথ্য অনুযায়ী, ভারতের প্রায় ১৪ লাখ ৭৫ হাজার সক্রিয় সামরিক কর্মী ও ১৬ লাখেরও বেশি আধা-সামরিক বাহিনী রয়েছে। বিপরীতে পাকিস্তানের সক্রিয় সামরিক কর্মী সাত লাখের কম এবং আধা-সামরিক বাহিনীর সদস্য ২ লাখ ৯০ হাজার।
এসআইপিআরআইয়ের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, যুদ্ধবিমানসহ অন্যান্য ফিক্সড-উইং এয়ারক্রাফট, হেলিকপ্টার, সাঁজোয়া যান ও আর্টিলারি সরঞ্জামের দিক থেকেও ভারত পাকিস্তানের চেয়ে এগিয়ে।

ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত সংঘাতের দীর্ঘদিনের উত্তেজনা দুই পরমাণু শক্তিধর দেশকে যুদ্ধের কাছাকাছি নিয়ে যাচ্ছে।
এর আগে গত মঙ্গলবার ভারত ‘অপারেশন সিঁদুরের’ মাধ্যমে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের ৯টি সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালানোর কথা জানায়। ভারত দাবি করেছে, পেহেলগাম ও অন্যান্য সন্ত্রাসী হামলায় পাকিস্তানের জড়িত থাকার প্রমাণ তাদের কাছে রয়েছে। তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়ে আসছে।