পরমাণু অস্ত্র নিয়ন্ত্রক কমিটির সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশটির ন্যাশনাল কমান্ড অথরিটির (এনসিএ) এক জরুরি সভা আহ্বান করেছেন। পাকিস্তানের আইএসপিআর এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
ন্যাশনাল কমান্ড অথরিটি (এনসিএ) হলো পাকিস্তানের সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থা, যা দেশটির পারমাণবিক অস্ত্র কর্মসূচির কমান্ড, নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানের জন্য বিশেষভাবে দায়িত্বপ্রাপ্ত। এটি পাকিস্তানের স্থল, আকাশ ও নৌবাহিনীর জন্য যৌথ কৌশল প্রণয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো—দেশটির পারমাণবিক অস্ত্রের সুরক্ষা ও ব্যবস্থাপনা এবং এ সংক্রান্ত নীতি ও সিদ্ধান্ত গ্রহণ করা।
গুরুত্বপূর্ণ এই কমিটিতে পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রী এবং প্রতিরক্ষা সামগ্রী উৎপাদন বিষয়কমন্ত্রীও সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।
সামরিক দিক থেকে জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান, তিন বাহিনীর প্রধান (সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী) এবং স্ট্র্যাটেজিক প্লানস ডিভিশন (এসপিডি)-এর ডিরেক্টরও এনসিএ-র সদস্য হিসেবে বৈঠকে উপস্থিত থাকবেন।

স্ট্র্যাটেজিক প্লানস ডিভিশন (এসপিডি) হলো সেই সংস্থা, যা পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার সার্বিক দায়িত্ব পালন করে থাকে।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনসিএ-র এই বৈঠকটি চলমান ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।