যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার চেষ্টায় যুদ্ধবিরতিতে ভারত-পাকিস্তান

যুক্তরাষ্ট্রের দীর্ঘ ৪৮ ঘণ্টার কূটনৈতিক প্রচেষ্টায় অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। আজ শনিবার (১০ মে) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) এক পোস্টে মার্কো রুবিও বলেন, উভয় দেশ ‘অবিলম্বে যুদ্ধবিরতিতে’ রাজি হয়েছে এবং ‘একটি নিরপেক্ষ অবস্থানে থেকে বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে’।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ‘প্রজ্ঞা, বিচক্ষণতা ও রাষ্ট্রনায়কোচিত মনোভাবের’ প্রশংসা করেন। রুবিও আরও জানান, তিনি ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গত ৪৮ ঘণ্টা ধরে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নিবিড় আলোচনা চালিয়েছেন।
এদিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রীও নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই দেশের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস (ডিজিএমও) পর্যায়ে আলোচনার পর আজ স্থানীয় সময় বিকেল ৫টা (বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টা ৩০ মিনিট) থেকে স্থল, আকাশ ও জলপথে সব প্রকার গুলিবর্ষণ ও সামরিক কার্যকলাপ বন্ধ করা হয়েছে।

অন্যদিকে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এই যুদ্ধবিরতির সত্যতা নিশ্চিত করেছেন এবং এই অর্জনে ভূমিকা পালনকারী আন্তর্জাতিক মহলকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বিশেষভাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভূমিকার কথা উল্লেখ করেন।
ভারতের পররাষ্ট্র সচিব আরও জানান, যুদ্ধবিরতির বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আগামী সোমবার (১২ মে) দুই দেশের ডিজিএমও পর্যায়ে ফের আলোচনা হবে।