রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা বাদ দেওয়ার খবর সত্য নয় : ইলন মাস্ক

নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা থেকে সরে আসার খবর অস্বীকার করেছেন ধনকুবের ইলন মাস্ক। গত মঙ্গলবার (১৯ আগস্ট) ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে বলা হয়েছিল, এখন তিনি নিজের প্রতিষ্ঠানগুলোতে মনোযোগ দেবেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি অভ্যন্তরীণ নীতি সংক্রান্ত বিল নিয়ে ক্ষুব্ধ হয়ে রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নিয়েছেন ইলন মাস্ক। খবর সিএনএনের।
ওই প্রতিবেদনের জবাবে বুধবার মাস্ক নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘ওয়াল স্ট্রিট জার্নাল যা বলে, তা কখনোই সত্য বলে মনে করা উচিত নয়।’
ইলন মাস্ক এই খবর অস্বীকার করলেও নতুন রাজনৈতিক দল গঠনের জন্য তিনি এখনো কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেননি। ফেডারেল নির্বাচন কমিশনে এমন কোনো কাগজপত্রও জমা দেননি।

ওয়াল স্ট্রিট জার্নাল আরও জানায়, মাস্ক ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জেডি ভ্যান্সকে সমর্থন দেওয়ার কথা ভাবছেন। তবে ভ্যান্স এই খবরকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলছেন, এই বিষয়ে কখনো মাস্কের সঙ্গে কথা হয়নি তার।