ক্রিকেট বল শিক্ষকের বাড়িতে, ফেরত না দেওয়ায় রক্তারক্তি!

ছেলেবেলার ক্রিকেট খেলার স্মৃতি অনেকের কাছেই মধুর। বন্ধুদের সঙ্গে হাসি-ঠাট্টা, মারামারি—সব মিলিয়ে এক আনন্দঘন পরিবেশ। কিন্তু ভারতের কর্ণাটকের বাগালকোটের একটি ঘটনা সেই চেনা ছবিটাকে এক মুহূর্তে পাল্টে দিয়েছে। সামান্য একটা ক্রিকেট বলকে কেন্দ্র করে যা ঘটল, তা রীতিমতো আঁতকে ওঠার মতো। খবর এনডিটিভির।
ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার (১৩ মে)। ২১ বছর বয়সী যুবক পবন যাদব বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিল। খেলার সময় তার একটি বল গিয়ে পড়ে প্রতিবেশী রামাপ্পা পূজারীর বাড়িতে। রামাপ্পা পূজারী পেশায় একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, বয়স ৩৬ বছর। স্বাভাবিকভাবেই পবন বলটি ফেরত নেওয়ার জন্য শিক্ষকের দরজায় কড়া নাড়ে।
তবে এরপর যা ঘটল তা অভাবনীয়। শিক্ষকের দাবি, বল তার বাড়িতে আসেনি। এই সামান্য কথা থেকেই শুরু হয় উত্তপ্ত বাক্যবিনিময়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রাগের বশে সে একটি ভাঙা বোতল ও ছুরি দিয়ে শিক্ষকের ওপর হামলা চালায়।

ছুরিকাঘাতে রামাপ্পা পূজারীর মুখ ও মাথায় গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন।
এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখা যাচ্ছে, দুজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হচ্ছে এবং এরপর যুবকটি শিক্ষকের ওপর চড়াও হচ্ছে। এই ঘটনা স্থানীয়দের মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সামান্য একটি ক্রিকেট বল নিয়ে এমন সহিংসতা মেনে নিতে পারছেন না অনেকেই।
এনডিটিভি জানায়, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযুক্ত পবন যাদবের খোঁজে তল্লাশি চলছে।