যুদ্ধবিরতি আলোচনায় ‘যথেষ্ট আন্তরিক’ নয় রাশিয়া : জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার শান্তি আলোচনায় ‘আন্তরিকতা’ নিয়ে আবারও প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, রাশিয়া এখনও আলোচনার বিষয়ে ‘যথেষ্ট আন্তরিক’ নয়। তবে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত রয়েছেন। খবর এএফপির।
তুরস্কের রাজধানী আঙ্কারায় সাংবাদিকদের জেলেনস্কি বলেন, ‘দুঃখজনক হলেও সত্য, তারা (রাশিয়া) আলোচনার বিষয়ে এখনও যথেষ্ট আন্তরিক নয়।’ এরপর পুতিনের উদ্দেশে সরাসরি বার্তা দিয়ে তিনি বলেন, ‘আমি এখানে, আমরা সরাসরি আলোচনায় প্রস্তুত।’
বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুলে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আলোচনায় অংশ না নেওয়ায়, এই বৈঠকটি অনিশ্চিত হয়ে পড়েছে।
ক্রেমলিন বুধবার (১৪ মে) রাতে ঘোষণা করে, পুতিনের প্রতিনিধিদলে অভিজ্ঞ টেকনোক্র্যাটদের একটি দল থাকবে, যার মধ্যে রাষ্ট্রপতির উপদেষ্টা ভ্লাদিমির মেডিনস্কি এবং উপ-প্রতিরক্ষামন্ত্রী আলেকজান্ডার ফোমিন রয়েছেন।
ট্রাম্প বর্তমানে মধ্যপ্রাচ্য সফর শেষ করেছেন। তবে তিনিও ইস্তাম্বুল সফরে যাচ্ছেন না বলে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা রয়টার্সকে নিশ্চিত করেছেন।
জেলেনস্কি এর আগে বলেছিলেন, পুতিন সেখানে উপস্থিত থাকলে তিনিও আলোচনায় অংশ নেবেন। রাশিয়ান ও মার্কিন নেতাদের অনুপস্থিতির কারণে ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের অবসান ঘটাতে একটি বড় অগ্রগতির প্রত্যাশা কমে গেছে।
জেলেনস্কি বারবার অভিযোগ করে আসছেন, রাশিয়া যুদ্ধ থামানো বা আলোচনায় বসার কোনো সদিচ্ছা দেখাচ্ছে না। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, পুতিন যুদ্ধ থামাতে চান না, যুদ্ধবিরতিতে যেতে চান না, আলোচনাতেও বসতে চান না।’
এদিকে, ইউক্রেন রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে।
জেলেনস্কি বলেন, যদি পুতিন বৈঠকে না আসেন, তাহলে সেটি হবে ‘একটি স্পষ্ট বার্তা যে তারা যুদ্ধ শেষ করতে চায় না, এবং এ ব্যাপারে কোনো উদ্যোগও নিচ্ছে না।’