ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ২১ হাজার সন্দেহভাজন গ্রেপ্তার করেছে ইরান

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ১২ দিনের সংঘাতের সময় প্রায় ২১ হাজার ‘সন্দেহভাজন’ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।
পুলিশের একজন মুখপাত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, এই ব্যাপক গ্রেপ্তার অভিযান চলে জুন মাসে ইসরায়েলের বিমান হামলার পর। এই হামলায় শীর্ষ সামরিক কর্মকর্তা, বিজ্ঞানী ও শত শত বেসামরিক নাগরিক নিহত হয়েছিলেন।
ইরানের আইন প্রয়োগকারী সংস্থা ব্যাপক নজরদারি শুরু করে ও নাগরিকদের সন্দেহজনক আচরণ করছে এমন ব্যক্তিদের বিষয়ে রিপোর্ট করার জন্য আহ্বান জানায়।
পুলিশের মুখপাত্র সাইদ মন্তাজেরোলমাহদি বলেন, সাধারণ মানুষের কাছ থেকে আসা ফোনের সংখ্যা ৪১ শতাংশ বেড়েছে, যার ফলে ১২ দিনের যুদ্ধে ২১ হাজার সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কী ধরনের সন্দেহ ছিল তা তিনি বলেননি, তবে তেহরান এর আগে ইসরায়েলি হামলা পরিচালনায় সহায়তা করতে পারে এমন তথ্য পাচারের কথা বলেছিল।
জুনের শেষ থেকে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত সাতজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
এই সংঘাতের জেরে ইরানে অবৈধভাবে বসবাসরত আফগান শরণার্থী ও অভিবাসীদের নির্বাসনের হারও বেড়েছে। সাহায্য সংস্থাগুলো জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ কিছু আফগান নাগরিককে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত করেছে।

পুলিশের মুখপাত্র মন্তাজেরোলমাহদি বলেন, আইন প্রয়োগকারী সংস্থা দুই হাজার ৭৭৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে ও তাদের ফোন পরীক্ষা করে ৩০টি বিশেষ নিরাপত্তা মামলা আবিষ্কার করেছে। মোট গুপ্তচরবৃত্তির সন্দেহভাজন ২৬১ জন ও অননুমোদিত চিত্রগ্রহণের অভিযোগে ১৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্তাজেরোলমাহদি আরও জানান, যুদ্ধের সময় ইরানের পুলিশ অনলাইন জালিয়াতি ও অননুমোদিত অর্থ উত্তোলনের মতো পাঁচ ৭০০ টিরও বেশি সাইবার অপরাধের মামলা পরিচালনা করেছে। তার মতে, এই যুদ্ধ সাইবারজগতকে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে।