১৯ বছর বয়সের ফারাক, মুখ খুললেন ক্যাশ প্যাটেলের প্রেমিকা আলেক্সিস

তাদের বয়সের পার্থক্য ১৯ বছরের। এ নিয়ে স্যোশাল মিডিয়ায় চলছে হইচই। কেউ বলছেন, সুযোগসন্ধানী, কেউ আবার বলছেন গুপ্তচর। আসলে কী? মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দায় সংস্থার (এফবিআই) প্রধান ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেলের (৪৫) সঙ্গে সংগীতশিল্পী আলেক্সিস উইলকিন্সের (২৬) প্রেমের সম্পর্ক নিয়েই এই গুঞ্জন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেছেন অ্যালেক্সিস। এও বলেছেন, ট্রাম্প প্রশাসন ‘মাগা ওয়ার্ল্ডে’ এমন নজির আছে ভুরিভুরি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইলকে দেওয়া ওই সাক্ষাৎকারে, এই বয়সের ফারাক বড় কিছু নয় বলে উড়িয়ে দিয়েছেন আলেক্সিস। তিনি সরাসরি উদাহরণ টেনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের। বলেছেন, ট্রাম্পের বয়স ৭৯ বছর, আর মেলানিয়ার বয়স ৫৫। তাদের বয়সের পার্থক্য ২৪ বছরের।
অ্যালেক্সিস এখানে ক্ষান্ত হননি। প্রসঙ্গ টেনেছেন হোয়াইট হাউসের সবচেয়ে কম বয়সে প্রেস সেক্রেটারি হওয়া ক্যারোলাইন লেভিটেরও। তিনি বলেন, ২৭ বছর বয়সী লেভিট চলতি বছরের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের কয়েকদিন আগেই বিয়ে করেছেন। তার স্বামী রিয়েল এস্টেট ব্যবসায়ী নিকোলাস রিচিওর বয়স ৫৯। তাদেরও তো বয়সের পার্থক্য ৩২ বছর।
আলেক্সিস উইলকিন্স উল্লেখ করেন, আমার সঙ্গে কয়েক মিনিট কথা বললে যে কেউই বুঝতে পারবে, আমি সমবয়সী কারও সঙ্গে প্রেম করতে আগ্রহী নই। প্যাটেলের সঙ্গে প্রেম ও সম্পর্কের বিষয়টি আমার ও আমার বন্ধুদের কাছে সবসময়ই স্বাভাবিক। তাই এ নিয়ে বাড়তি ব্যাখ্যার কোনো দরকার নেই।
প্যাটেলের সঙ্গে সম্পর্কের পর আলেক্সিসের বিরুদ্ধে স্যোশাল মিডিয়ায় নানা কথা ছড়িয়েছে। অনেকে তাকে বলছেন ‘হানিপট’ বা সুযোগসন্ধানী। কেউ কেউ তাকে ইসরায়েলের গুপ্তচর বলেও আখ্যা দিতে ভোলেননি। এ প্রসঙ্গে আলেক্সিস বলেছেন, ইনস্টাগ্রামের কমেন্ট অপশনে ‘হানিপট’ শব্দটি ব্লক করে দিয়েছি। এ থেকেই বোঝা যায়, শব্দটি আমার ওপর কতটা প্রভাব ফেলেছে। তিনি আরও বলেন, ক্যাশ প্যাটেল এফবিআইয়ের পরিচালক হওয়ার আগে থেকেই আমাদের প্রেমের সম্পর্ক। সুতরাং সোশ্যাল মিডিয়ায় ছড়ানো অভিযোগের কোনো ভিত্তি নেই।

সম্পর্কের সূত্রপাত প্রসঙ্গে আলেক্সিস ডেইলি মেইলকে বলেন, ‘২০২৩ সালের জানুয়ারিতে এক বন্ধুর পার্টিতে প্যাটেলের সঙ্গে আমার পরিচয় এবং তারপর আমাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।’ তাদের সম্পর্ক এখন মধুর উল্লেখ করে তারা বিয়ের পিঁড়িতেও বসবেন বলে জানান এই সংগীতশিল্পী।