মার্কিন আধিপত্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান খামেনির

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তারের প্রচেষ্টা মোকাবিলায় একটি ঐক্যবদ্ধ জাতীয় ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েলের সঙ্গে সংক্ষিপ্ত যুদ্ধের দুই মাস পর তিনি এই মন্তব্য করলেন। ওই যুদ্ধে যুক্তরাষ্ট্রও ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল।
আজ রোববার (২৪ আগস্ট) খামেনির অফিসিয়াল ওয়েবসাইটে তার বক্তব্য প্রকাশ করা হয়।
খামেনি দাবি করেন, গত জুনে ইরানে হামলার পর ‘মার্কিন এজেন্টরা’ ইউরোপে বৈঠক করে আলোচনা করেছিল দেশটির জন্য কোন ধরনের সরকার উপযুক্ত হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানকে ‘তার অনুগত’ করতে চাইছে। ওই হামলাগুলো মূলত ইরানকে অস্থিতিশীল করার জন্য পরিকল্পিত ছিল।
ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, জুনে ১২ দিনের এই সংঘাত ছিল ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধ। এই যুদ্ধ থেকে ইরান শক্তিশালী হয়ে উঠেছে। দেশের জনগণ সশস্ত্র বাহিনী এবং সরকারের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে শত্রুদের ওপর শক্তিশালী আঘাত হেনেছে।

দীর্ঘদিন ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছে, যা তেহরান বারবার অস্বীকার করে আসছে। সম্প্রতি এই সংঘাতের কারণে পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান আলোচনা বাধাগ্রস্ত হয়েছে। ইরান আগামী মঙ্গলবার ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে পারমাণবিক আলোচনায় বসতে যাচ্ছে। ইউরোপীয় শক্তিগুলো হুঁশিয়ারি দিয়েছে,কোনো চুক্তি না হলে তারা পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করবে।