মোদি-ম্যাক্রোঁ ফোনালাপ, কী ছিল আলোচনায়?

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার (৬ সেপ্টেম্বর) ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ফোনে কথা বলেছেন। এ সময় তারা ইউক্রেন সংঘাতের দ্রুত অবসান ও ভারত-ফ্রান্সের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন। খবর হিন্দুস্তান টাইমসের।
মোদি জানান, তিনি ইউক্রেন যুদ্ধসহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয় নিয়ে দুই নেতার মধ্যে মতবিনিময় হয়েছে। তিনি দ্রুত সংঘাত সমাধানের ওপর জোর দিয়েছেন এবং শান্তি ও কূটনীতির প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
ফোনালাপকে খুব ভালো বলে বর্ণনা করে মোদি বলেন, তারা প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু কার্যক্রম ও প্রযুক্তি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন।
মোদি এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে বলেছেন, প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে। আমরা বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করেছি ও ইতিবাচকভাবে মূল্যায়ন করেছি। তিনি আরও বলেন, ভারত-ফ্রান্স কৌশলগত অংশীদারত্ব বিশ্বব্যাপী শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবে।
প্রসঙ্গত, গত মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার সময় উপস্থিত ইউরোপীয় নেতাদের মধ্যে ম্যাক্রোঁও ছিলেন।
মোদি ও ম্যাক্রোঁর এই আলোচনা এমন এক সময়ে হলো, যখন ফরাসি প্রেসিডেন্ট প্যারিস শীর্ষ সম্মেলনে ইউক্রেনে ‘আশ্বাস বাহিনী’ মোতায়েনের পরিকল্পনা ঘোষণা করেছেন।

প্রধানমন্ত্রী মোদি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া এআই ইমপ্যাক্ট সামিটে অংশ নেওয়ার ঘোষণার জন্য প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে ধন্যবাদ জানান। মোদি বলেছেন, তিনি ভারতে ম্যাক্রোঁকে স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
দুই নেতা বিশ্বব্যাপী শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধিতে একসঙ্গে কাজ করে যাওয়ার ও যোগাযোগ বজায় রাখার বিষয়েও একমত হয়েছেন।