ইন্দোনেশিয়ায় স্কুল ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৭

ইন্দোনেশিয়ার বোর্ডিং স্কুল ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। শনিবার (৪ অক্টোবর) দেশটির স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকারীরা ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা আরও কয়েক ডজন হতাহতকে উদ্ধারের জন্য কাজ করছেন। খবর এএফপির।
এর আগে গত সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নামাজের জন্য শিক্ষার্থীরা জড়ো হওয়ার সময় সিদোয়ারজো শহরের বহুতল বোর্ডিং স্কুলের একটি অংশ হঠাৎ ভেঙে পড়েছিল।
জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার (বাসার্নাস) অপারেশন ডিরেক্টর যুধি ব্রামান্তো এক বিবৃতিতে বলেছেন, উদ্ধারকারীরা শনিবার ধ্বংসস্তূপ থেকে দুটি মরদেহ ও একটি দেহের অংশ উদ্ধার করেছেন। এর ফলে মোট মৃতের সংখ্যা ১৭ জনে দাঁড়িয়েছে। তিনি নিশ্চিত করেছেন, উদ্ধার প্রক্রিয়া এখনো চলছে। স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান নানং সিগিতও এই হালনাগাদ সংখ্যা নিশ্চিত করেছেন।
এর আগে কর্তৃপক্ষ জানিয়েছিল, তারা শুক্রবার (৩ অক্টোবর) নয়টি মৃতদেহ উদ্ধার করেছে। জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার (বিএনপিবি) প্রধান সুহার্যন্তো সর্বশেষ মৃতদেহ উদ্ধারের আগে বলেছিলেন, উদ্ধারকারীরা তখনও নিখোঁজ ৪৯ জনের সন্ধান করছেন।
সুহারিয়ান্তো বলেন, ভারী সরঞ্জাম ব্যবহার করে ধসে পড়া এলাকা পরিষ্কারের কাজে জোর দেওয়া হচ্ছে। বাসিন্দাদের মতে, স্কুল ধসের ঘটনাটি এতটাই তীব্র ছিল যে এটি আশেপাশের এলাকা জুড়ে কম্পন সৃষ্টি করেছিল।

বেঁচে থাকার ৭২ ঘণ্টা অতিবাহিত হওয়ার পর নিখোঁজদের পরিবার বৃহস্পতিবার (২ অক্টোবর) ভারী যন্ত্রপাতি ব্যবহারের জন্য সম্মত হয়েছিল। মঙ্গলবার (৩০ অক্টোবর) রাতে আঘাত হানা একটি ভূমিকম্পের কারণেও উদ্ধার অভিযান কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে হয়েছিল।
এদিকে তদন্তকারীরা বলছেন, প্রাথমিক লক্ষণগুলো দেখে মনে হচ্ছে নিম্নমানের নির্মাণের কারণে স্কুল ভবনটি ধসে পড়েছে।