মরদেহ উদ্ধারের ১২ ঘণ্টার মধ্যে হত্যাকারী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধারের ১২ ঘণ্টার মধ্যে তিন খুনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল সাংবাদিকদের এ তথ্য জানান।
কায়েস নামে একজনকে হত্যার পর যে অটোরিকশাটিও ছিনিয়ে নেওয়া হয়, সেটিও উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—কাউসার, কামরুজ্জামান শিমুল ওরফে শ্যামল ও ফাহিম ওরফে জিকো। এদের সঙ্গে লিমন ও হানিফ নামের আরও দুজন এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানায় পুলিশ। এরা সবাই বন্দর উপজেলার বাসিন্দা।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, গত ২৮ সেপ্টেম্বর সকালে কায়েস তাঁর অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন। পরে রাতে যখন বাসায় না ফিরে এবং কোনো যোগাযোগও করেনি, তখন তার পরিবার ২৯ তারিখে বন্দর থানায় একটি জিডি করে। পরে ১ অক্টোবর বন্দরের কলাগাছিয়ার নরপদী এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় একটি অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।
খবর পেয়ে তার পরিবারের সদস্যরা গিয়ে তার পরিহিত পোশাক দেখে তার পরিচয় নিশ্চিত করে। পরে এ ব্যাপারে একটি হত্যা মামলা হয় বন্দর থানায়। এরপর থেকেই পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে নামে এবং ১২ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার করে।