ময়মনসিংহে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

গতকাল মঙ্গলবার রাতে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার রসুলপুরে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হন। ছবি : এনটিভি
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার রসুলপুরে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল আকন্দ বলেন, ট্রাকটি টাঙ্গাইল থেকে ময়মনসিংহ যাচ্ছিল। আর মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসছিল। ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক সেলিম (২১) নিহত হন।
গুরুতর আহত সবুজকে (২০) মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্তুকে (১৯) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তারা মারা যান।
নিহতদের বাড়ি মুক্তাগাছা উপজেলার ঘোগা ইউনিয়নের চারিপারা গ্রামে।
পুলিশ জানায়, সেলিমের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ট্রাকটির চালককে আটক করা হয়েছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে।