রাজধানীর কলাবাগানে ৭২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় গ্রেপ্তার ৪
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/09/13/kolabagan-thana.jpg)
রাজধানীর কলাবাগানের লেক সার্কাসের একটি বাসা থেকে ৭২ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা চুরির ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাজধানীর আদাবর ও কলাবাগান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
আজ মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রমনা বিভাগের উপকমিশনার মো. শহিদুল্লাহ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—মো. সোহেল, মো. ফরহাদ, মো. ইলিয়াচ শেখ ও মো. আনোয়ারুল ইসলাম।
পুলিশ বলছে, গ্রেপ্তার চারজনই চোরচক্রের সদস্য। অভিযানে তিনটি বিদেশি পিস্তল, ১১১ রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন, তিন ভরি স্বর্ণ ও ৮৫ হাজার টাকা জব্দ করা হয়।
মো. শহিদুল্লাহ বলেন, ‘গত ২০ আগস্ট দিনগত রাতে কলাবাগানের ডলফিন গলির একটি বাসার দ্বিতীয় তলায় গ্রিল কেটে অজ্ঞাতনামা চোরেরা ৭২ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী কলাবাগান থানায় মামলা করেন।’
মো. শহিদুল্লাহ আরও বলেন, ‘মামলার পর কলাবাগান থানা ও বিভিন্ন স্থানের পাঁচশর বেশি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চুরির ঘটনার সঙ্গে সরাসরি জড়িত চোরদের শনাক্ত করা হয়। পরে ডলফিন গলি থেকে সোহেল, ফরহাদ ও ইলিয়াসকে গ্রেপ্তার করা হয়।’
মো. শহিদুল্লাহ বলেন, ‘গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই স্বর্ণ কেনাবেচায় জড়িত স্বর্ণ ব্যবসায়ী মো. আনোয়ারুল ইসলামকে আদাবর থানার নবোদয় হাউজিং বাজার থেকে গ্রেপ্তার করা হয়।’