বাসচাপায় নাদিয়ার মৃত্যু : ফের পিছিয়েছে প্রতিবেদন দাখিলের তারিখ
রাজধানীর প্রগতি সরণিতে বাসচাপায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়া সুলতানা (১৯) নিহত হওয়ার ঘটনায় করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পিছিয়েছে। আজ মঙ্গলবার (২৫ জুন) প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য থাকলেও তা দিতে পারেনি মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আল ইমরান রাজন। এর জেরে আদালত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ আগস্টের দিন ধার্য করেছেন।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম আজ এই আদেশ দেন।
নথি থেকে জানা গেছে, গত ২২ জানুয়ারি দুপুরে এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলযোগে বই কিনতে উত্তরার বাসা থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় যাচ্ছিলেন নাদিয়া। কুড়িল বিশ্বরোড এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের একটি বাস। এতে দুজনই রাস্তায় ছিটকে পড়েন। এ সময় বাসটি নাদিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান এই শিক্ষার্থী। গুরুত্বর আহত হন নাদিয়ার বন্ধু মেহেদি।
নাদিয়া নর্দান বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনার মাত্র দুই সপ্তাহ আগে তিনি এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তিনি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জাহাঙ্গীর হোসেনের মেয়ে। তার বাবা জাহাঙ্গীর একটি পোশাক কারখানায় সহকারী মহাব্যবস্থাপক পদে চাকরি করেন। তিন বোনের মধ্যে নাদিয়া ছিলেন সবার বড়। এ ঘটনায় নাদিয়ার বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে রাজধানীর ভাটারা থানায় নিরাপদ সড়ক আইনের ১০৫ ধারায় মামলা করেন।