বাসের সিরিয়াল দেওয়া নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৭
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/06/22/naattor-snghrss.jpg)
বাসের সিরিয়াল দেওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে নাটোর বাস-মিনিবাস মালিক সমিতির দুই পক্ষের কয়েক দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ সাতজন আহত হয়েছে। আহতদের নাটোর সদর ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল শুক্রবার (২১ জুন) জেলার হরিশপুর এলাকার বাসস্ট্যান্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রায় চার ঘণ্টা বন্ধ থাকে ঢাকাগামী সব ধরনের বাস চলাচল। নাটোরের পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নাটোর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এহিয়া চৌধুরী জানান, বাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মজিবর রহমানের মালিকানাধীন ঢাকাগামী রাজকীয় পরিবহণের সঙ্গে সিরিয়াল নিয়ে অন্য বাস মালিকদের বিরোধ হয়। এর জেরে শুক্রবার দিনগত রাত ১১টার দিকে রাজকীয় পরিবহণের ম্যানেজার খোকার নেতৃত্বে একদল সন্ত্রাসী শহরের বড় হরিশপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে হামলা চালায়। এ সময় তারা এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় সুবেল নামে এক শ্রমিক গুলিবিদ্ধ হয়। হামলাকরীরা কয়েকজন শ্রমিককে পিটিয়ে আহত করে। খবর পেয়ে রাত ৩টার পুলিশ সুপার তারিকুল ইসলাম ও স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল টার্মিনালে গিয়ে শ্রমিকদের শান্ত করার পর বাস চলাচল শুরু হয়।
বাস টার্মিনালে হামলার ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার তারিকুল ইসলাম।