গাজীপুরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি, আহত ১
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/08/gaajiipure_guli.jpg)
গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এসময় মোবাশ্বের হোসেন (২৬) নামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সদস্য আহত হয়েছেন।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থী গাজীপুর মহানগরের হারিনাল দক্ষিণপাড়া এলাকার আলী আহমেদের ছেলে বলে জানা গেছে। তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার সন্ধ্যায় শহরের জোর পুকুরপাড়ের দিক থেকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থাকা শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এসময় গুলিবিদ্ধ হয়ে মোবাশ্বের হোসেন আহত হন।
উল্লেখ্য, গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত পৌনে দশটার দিকে গাজীপুর মেট্রোপলিটন এলাকার ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে লুটপাট করা হচ্ছে এমন সংবাদে বৈষম্যবিরোধী ছাত্রদের জানানো হয়। খবর পেয়ে বেশ কিছু ছাত্র আ ক ম মোজাম্মেলের বাড়িতে গেলে তাদেরকে সেখানে আটক করে পিটিয়ে আহত করা হয়। আহত অন্তত ১৯ জনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক মনে করে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এসময় সরকারকে হামলাকারীদের গ্রেপ্তারে আলটিমেটাম দিয়েছেন সমন্বয়ক সারজিস আলম। এ সময় তিনি বলেন, অন্তর্বর্তী সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ ও ইন্টেলিজেন্স যদি শনিবার রাতের মধ্যে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার না করতে পারে, তাহলে আমাদের তাদের বিপক্ষে যেতে হবে।