রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয় ডাকাত গ্রেপ্তার

ডাকাতির প্রস্তুতিকালে রাজধানীর কদমতলী থেকে ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। গতকাল রোববার (১৬ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কদমতলীর একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার (১৭ মার্চ) র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যরা হলেন- মো. জামাল (৩২), মো. আরিফ হোসেন (২৮), মো. আকাশ (২৬), মো. ওমর ফারুক (৩০), মো. নাজমুল (২৫) ও মো মুরাদ রহমান খান (৩০)।
এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত চাপাতি, লোহার রেঞ্জ, তিনটি সুইচ গিয়ার চাকু, পাঁচটি চাকু, বড় ছুরি, ককটেল সাদৃশ্য বস্তু ও লোহার রড জব্দ করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিল বলে স্বীকার করেছে।