নওগাঁয় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

নওগাঁর পত্নীতলায় পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তার নাম ফরিদুল ইসলাম (৩৫)।
আজ মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় খিরসীন বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক পৌর এলাকার দক্ষিণ হরিরামপুরের ইমদাদুল হকের ছেলে।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, নজিপুর সদর এলাকা থেকে একটি মালবাহী মিনি পিকআপ মাতাজি হাটের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে গগনপুর রাস্তা থেকে মেইন রাস্তায় মোটরসাইকেল চালাক উঠতে গেলে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই চালক ফরিদুল ইসলাম নিহত হন।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শনে গেছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।