৫ টাকায় ৫০০ শিশুর জন্য ঈদের নতুন পোশাক

মাত্র ৫ টাকা! এই টাকায় হয়তো আমরা এক কাপ চা কিনি। কিন্তু চাঁদপুরের ফরাক্কাবাদের ৫০০ শিশুর কাছে এই পাঁচ টাকা ছিল ঈদের নতুন জামার স্বপ্ন পূরণের চাবিকাঠি। ঈদের আনন্দ যেখানে অনেকের জন্য নতুন পোশাকের হাসি, সেখানে ফরাক্কাবাদের শত শত সুবিধাবঞ্চিত শিশুর সেই হাসি ছিল অনিশ্চিত। তাদের সেই স্বপ্নপূরণে এগিয়ে এসেছে সামাজিক সংগঠন ‘স্বপ্নতরু’।
আজ শনিবার (২৯ মার্চ) সকালে চাঁদপুর সদর উপজেলার ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের মাঠ যেন রঙিন হয়ে ওঠে সেই শিশুদের হাসিতে। অনুষ্ঠানে প্রায় ৫০০ সুবিধাবঞ্চিত শিশুর হাতে পাঁচ টাকার বিনিময়ে তুলে দেওয়া হয় নতুন ঈদের পোশাক।
স্বপ্নতরু সামাজিক সংগঠনের সভাপতি গিয়াসউদ্দিন বলেন, ‘আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা করি। আমরা চাই, কেউ যেন ঈদের দিনে নতুন জামা না পেয়ে কষ্টে না থাকে। সেই ভাবনা থেকেই পাঁচ টাকার বিনিময়ে সুবিধাবঞ্চিত শিশুদের নতুন পোশাক বিতরণ করা হয়েছে।’
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্বপ্নতরু সংগঠনের সব শাখার সদস্যরা।