কোটালীপাড়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

উপজেলা পরিষদ চত্বরে রোববার সকালে ৩০ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করেন জেলা প্রশাসক মো. কামরুজ্জামান। ছবি : এনটিভি অনলাইন
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। আজ রোববার (৪ মে) উপজেলা পরিষদ চত্বরে ৩০ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মো. কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সব হুইলচেয়ার বিতরণ করেন।
এ সময় কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাসুম বিল্লাহ, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শফিউল আজম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহজাহান এস এম শাহজাহান সিরাজ, উপজেলা সমাজসেবা অফিসার রাকিবুল শুভ উপস্থিত ছিলেন।
এরপর জেলা প্রশাসক মো. কামরুজ্জামান মৎস্যচাষী ও ব্যবসায়ীদের মাঝে ২০টি এসএস কাভার্ড স্টাইরোফোম বক্স বিতরণ এবং উপজেলা পরিষদ চত্বরে সৌন্দর্যবর্ধন ও বাগান সৃজন কাজের উদ্বোধন করেন।