নির্বাচনের রোডম্যাপ নিয়ে প্রধান উপদেষ্টার কাছ থেকে আশ্বাস পায়নি বিএনপি

নির্বাচনের নির্দিষ্ট রোডম্যাপ, ফ্যাসিস্টদের বিচার এবং সংস্কার সম্পন্ন করার দাবিগুলো আবারও উত্থাপন করলেও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ বিষয়ে কোনো আশ্বাস পায়নি বিএনপি।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সরকারি বাসভবন ‘যমুনা’য় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে শনিবার (২৪ মে) সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এসময় তিনি বলেন, ‘সংস্কার, বিচার (ফ্যাসিস্টদের) এবং নির্বাচন – এই তিনটি বিষয়ই বৈঠকে আলোচনায় এসেছে। আমরা বলেছি, এগুলো একে অপরের পরিপূরক নয়।’
নির্দিষ্ট সময়সীমার বিষয়ে কোনো প্রতিক্রিয়া পেয়েছেন কি না – এমন প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা আমাদের দাবি জানিয়েছি… কিন্তু তিনি (অধ্যাপক ইউনূস) এ বিষয়ে কিছু নির্দিষ্ট বলেননি।’
তবে তিনি জানান, ‘এ বিষয়ে পরে প্রধান উপদেষ্টার কার্যালয় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিক্রিয়া জানাতে পারে।’
বৈঠক নিয়ে সন্তুষ্ট কি না – এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, ‘এই প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন নেই।’
এর আগে শনিবার সন্ধ্যায় রাজনৈতিক উত্তেজনা কমাতে একটি চার সদস্যের বিএনপি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠকে বসেন। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমেদ।
বিএনপির নেতৃত্বাধীন এই প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকটি সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’য় শুরু হয়।