নওগাঁয় ৯০০ পিস নিষিদ্ধ বুফারপেইন এ্যাম্পুল জব্দ, আটক ১

নওগাঁয় উদ্ধার হওয়া নিষিদ্ধ বুফারপেইনের এ্যাম্পুল। ফাইল ছবি
নওগাঁর বদলগাছী থানার পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯০০ পিস আমদানি নিষিদ্ধ বুফারপেইন এ্যাম্পুলসহ রবিউল ইসলাম (২৮) নামে এক যুবককে আটক করেছে। এই এ্যাম্পুলগুলো নেশাজাতীয় ইনজেকশন হিসেবে ব্যবহৃত হয়। আজ সোমবার (২৬ মে) সকাল সাড়ে ১০টায় বদলগাছীর চারমাথা মোড় বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রবিউল ইসলাম দিনাজপুর জেলার বিরামপুর থানার কাটলা গ্রামের বাসিন্দা।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট থেকে নওগাঁগামী বাসে অভিযান চালানো হয়। অভিযানে কলমি শাকের নিচ থেকে কালো পলিথিনে মোড়ানো ৯০০ পিস নিষিদ্ধ এ্যাম্পুল উদ্ধারসহ রবিউল ইসলামকে আটক করা হয়।’
ওসি বলেন, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আদালতের মাধ্যমে আটক ব্যক্তিকে কারাগারে পাঠানো হবে।