স্বেচ্ছাসেবক দলনেতার রাস্তা সংস্কার

ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত হোসেন ব্যক্তিগতভাবে ভালো ভালো কাজ করে থাকেন ফরিদপুর শহরসহ আশপাশের এলাকায়।
এবার স্বেচ্ছাসেবক দলের এই নেতা নিজে ফরিদপুর শহরের তেঁতুলতলা থেকে শহরের ভিতরের বিভিন্ন ভাঙাচোরা রাস্তা মেরামত করে দিলেন। কয়েক ট্রাক ইটের খোয়া দিয়ে তিনি এই ভাঙাচোরা রাস্তার মেরামত করেন। গত কয়েক দিনের বৃষ্টিতে রাস্তাগুলো বেহাল দশায় পরিণত হয়। আর এই বৃষ্টির মধ্যেই তিনি নিজে দাঁড়িয়ে থেকে রাস্তাগুলো মেরামতের কাজে হাত দেন।
এ বিষয়ে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত হোসেন বলেন, শহরের বিশেষ করে তেঁতুলতলা, মেটে গোরস্তান, বটতলাসহ বিভিন্ন এলাকার রাস্তাগুলো বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকাবাসী আমার কাছে বললে আমি কয়েক ট্রাক ইটের খোয়া নিয়ে এসে নিজে ব্যক্তিগতভাবে রাস্তা মেরামতে হাত দিই।
সৈকত আরও বলেন, সামনে ঈদ। এই ঈদকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ এ সব রাস্তা দিয়ে আসা-যাওয়া করবে। তাদের কথা চিন্তা করে ঈদের আগেই দ্রুত ব্যক্তিগত উদ্যোগে রাস্তাগুলো সংস্কার করে দিলাম। আশা করি এখন থেকে মানুষের আর কষ্ট পেতে হবে না।