গাজায় নিহতের সংখ্যা ৬৩ হাজার ছাড়াল, অনাহারে আরও পাঁচ মৃত্যু

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত হামলায় নিহতের সংখ্যা ৬৩ হাজার ছাড়িয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার (২৯ আগস্ট) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ৫ জন অনাহারে প্রাণ হারিয়েছেন। খবর আনাদোলুর।
মন্ত্রণালয়ের হিসাবে, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ হাজার ২৫ জনে, আর আহতের সংখ্যা বেড়ে হয়েছে এক লাখ ৫৯ হাজার ৪৯০ জন। গত ২৪ ঘণ্টায় ৫৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ২২৪ জন।
প্রাণহানির বিষয়ে মন্ত্রণালয় জানায়, এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপ ও রাস্তায় পড়ে আছেন, কিন্তু উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না।
গত এক দিনে ইসরায়েলি সেনাদের গুলিতে আরও ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যারা মানবিক সহায়তা সংগ্রহের চেষ্টা করছিলেন। আহত হয়েছেন অন্তত ১৮২ জন। এর ফলে শুধুমাত্র ত্রাণ নিতে গিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২০৩ জনে, আহত হয়েছেন অন্তত ১৬ হাজার ২২৮ জন (২৭ মে থেকে)।
মন্ত্রণালয় নিশ্চিত করেছে, গত ২৪ ঘণ্টায় ক্ষুধা ও অপুষ্টিতে আরও ৫ জন মারা গেছেন। এর ফলে অনাহার-সম্পর্কিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২২ জনে, যাদের মধ্যে ১২১ জন শিশু।
জাতিসংঘ সমর্থিত একটি জরিপ বলছে, উত্তর গাজায় ইতোমধ্যে দুর্ভিক্ষ চলছে এবং সেপ্টেম্বরের শেষ নাগাদ এ দুর্ভিক্ষ দক্ষিণ গাজায়ও ছড়িয়ে পড়বে।
গত ১৮ মার্চ থেকে ইসরায়েল আবারও হামলা শুরু করার পর শুধু এই সময়েই ১১ হাজার ১৭৮ জন নিহত এবং ৪৭ হাজার ৪৪৯ জন আহত হয়েছেন।
অন্যদিকে, গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলাও চলছে।