সাতকানিয়ায় বন্যহাতির আক্রমণে যুবক নিহত

সাতকানিয়ায় বন্যহাতির আক্রমণে যুবক নিহত। ছবি : এনটিভি
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের ঘোনা পাড়া এলাকায় বন্যহাতির আক্রমণে সাদেক আলী (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৪ জুলাই) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সাদেক আলী ওই এলাকার আবুল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, রাতে ঘরের বাইরে কাজ করছিলেন সাদেক। এ সময় হঠাৎ একটি বন্যহাতি তাকে আক্রমণ করে। দৌড়ে পালানোর চেষ্টা করলেও হাতির আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা আরও জানান, দীর্ঘদিন ধরে এই অঞ্চলে বন্যহাতির উপদ্রব বেড়েছে। এর আগেও একই এলাকায় এক কৃষক হাতির আক্রমণে প্রাণ হারিয়েছেন। বারবার প্রাণঘাতী এমন ঘটনায়ও বন বিভাগ বা প্রশাসনের কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের। দ্রুত স্থায়ী সমাধান চেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চরতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডা. রেজাউল করিম।