রাজধানী থেকে যুবলীগ-আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

ঝিনাইদহ যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি শাকিল আহমেদ। ছবি : বাসস
রাজধানী ঢাকা থেকে ঝিনাইদহ জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন এবং নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক শাকিল আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল পান্থপথ থেকে তাদের গ্রেপ্তার করে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, যুবলীগ নেতা আশফাক মাহমুদ জন ও নিষিদ্ধ ঘোষিত সাবেক ছাত্রলীগ নেতা শাকিল আহমেদকে একই স্থান থেকে একই সঙ্গে গ্রেপ্তার করা হয়। তাদেরকে ঝিনাইদহে নিয়ে আসার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, গতবছরের ৫ আগস্টের পর থেকে তারা দুইজনই পলাতক ছিল। তাদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় শিবির কর্মী ইবনুল পারভেজ হত্যা মামলা ও বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের মামলাসহ একাধিক মামলা রয়েছে।