শিবচরে চার বাসের সংঘর্ষে আহত ২০

শিবচরে চার বাসের সংঘর্ষ। ছবি : এনটিভি
মাদারীপুরের শিবচরের পাঁচ্চরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চারটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে।
শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট সবুজ মিঞা জানান, ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া গোল্ডেন লাইন পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে উঠে যায়। একই সময় টুঙ্গিপাড়া এক্সপ্রেস এবং নড়াইল এক্সপ্রেসের দুটি বাসও নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষে জড়ায়। পরে সাকুরা পরিবহনের বাসও ধাক্কা দেয়।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।
সংঘর্ষের কারণে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেন প্রায় একঘণ্টা বন্ধ থাকে। পরে যান চলাচল স্বাভাবিক হয়।