তারেক রহমানের দেশে ফেরা তার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে : তৌহিদ হোসেন

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বাংলাদেশে ফিরে আসা তার নিজস্ব সিদ্ধান্তের ওপর নির্ভর করে। তবে প্রয়োজনে তার ভ্রমণ নথি বা পাসপোর্ট সম্পর্কিত বিষয়গুলো সমাধান করবে সরকার।
তিনি বলেন, দেশে ফেরার বিষয়ে প্রথমে তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে।
আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা এই মন্তব্য করেন।
তৌহিদ হোসেন আরও বলেন, ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য ঢাকার অনুরোধের বিষয়ে এখনও কোনো হালনাগাদ তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০০৮ সাল থেকে লন্ডনে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান।