বিজিবির অভিযানে ১০ ভারতীয় মহিষ আটক

রৌমারীতে বিজিবির অভিযানে ১০ ভারতীয় মহিষ আটক। ছবি : এনটিভি
কুড়িগ্রামের রৌমারী উপজেলার ডিগ্রীরচর এলাকায় বিশেষ অভিযানে ১০টি ভারতীয় মহিষ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে সাহেবের আলগা বিওপির টহলদল সীমান্ত পিলার ১০৫১/২ এস থেকে প্রায় ১৫০ গজ ভেতরে এসব মহিষ আটক করে।
জামালপুর ব্যাটালিয়নের (৩৫-বিজিবি) সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট) ইমাম হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
ইমাম হোসেন বলেন, ডিগ্রীরচর এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০টি ভারতীয় মহিষ আটক করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।