অক্ষয়ের পর করোনায় আক্রান্ত গোবিন্দ
বলিউড অঙ্গনে ফের দুঃসংবাদ। অক্ষয় কুমারের করোনায় আক্রান্ত হওয়ার খবরের পর এবার জানা গেল, গোবিন্দের করোনার নমুনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, রোববার গোবিন্দ জানিয়েছেন, তাঁর কোভিড-১৯ নমুনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তিনি এখন নিভৃতবাসে রয়েছেন।
বার্তা সংস্থা আইএএনএসকে গোবিন্দ বলেছেন, পরীক্ষাসহ সব ধরনের পূর্বসতর্কতা অবলম্বন করা সত্ত্বেও তিনি মৃদু উপসর্গ নিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন। আর তাঁর পরিবারের সবার পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। সপ্তাহ-দুয়েক আগে গোবিন্দের স্ত্রী সুনীতা করোনামুক্ত হয়েছেন।
ভারতে সম্প্রতি আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। দেশটির মহারাষ্ট্র রাজ্যের করোনা পরিস্থিতি সবচেয়ে বেশি বিপজ্জনক। একাধিক বলিউড তারকা এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন। দুদিন আগেই আলিয়া ভাটের করোনায় আক্রান্ত হওয়ার খবর এসেছিল। এ ছাড়া কার্তিক আরিয়ান, আমির খান, মিলিন্দ সোমানের মতো তারকারা সম্প্রতি কোভিড-১৯-এ আক্রান্ত হন।