‘অতীত অধ্যায় শেষ, এখন থেকে আমি ইভা আরমান’
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/09/21/eva_rahman.jpg)
ফের বিয়ের পিঁড়িতে বসেছেন সংগীত শিল্পী ইভা রহমান। গেল ১৯ সেপ্টেম্বর রাজধানীর গুলশানের নিজের বাসভবনে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তিনি। ইভার বর্তমান স্বামীর নাম সোহেল আরমান। তিনি পেশায় ব্যবসায়ী।
সোমাবার রাতে এনটিভি অনলাইনকে এসব তথ্য নিশ্চিত করে ইভা বলেন, ‘ঘরোয়া পরিবেশে আমি বিয়ে করেছি। অতীত অধ্যায় শেষ, এখন থেকে আমি ইভা আরমান। নতুন দাম্পত্য জীবন শুরু করেছি; সারাজীবন যেন আমাদের ভালোবাসা বজায় থাকে সেই দোয়া চাই সকলের কাছে।’
২০০৩ সালে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানকে বিয়ে করে শেখ উর্মি আরমান ইভা থেকে ইভা রহমান নামে পরিচিত পান তিনি।
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/09/21/eva_rahman_2.jpg)
এনটিভি অনলাইনের সঙ্গে আলাপচারিতায় ইভা জানিয়েছেন, ‘২০১২ সাল থেকে মাহফুজুর রহমান এবং আমি আলাদা থাকা শুরু করি। দীর্ঘ ৯ বছর পর আমাদের ডিভোর্স হয়েছে। চলতি বছরের ৪ জুন বিবাহ বিচ্ছেদ হয়েছে; ১৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ডিভোর্স সার্টিফিকেট হাতে পেয়েছি।’
বিয়ের পর পরিকল্পনা প্রসঙ্গে ইভার ভাষ্য, ‘আপাতত কোথাও ঘুরতে যাওয়ার প্লান নেই। কারণ ছেলের স্কুল খুলেছে। এর বাইরে আল্লাহ চাইলে আবার গান করতে চাই।’
ইভার এই পর্যন্ত ২৫টির বেশি গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে।