অপারেশন সুন্দরবন : পুলিশ ও র্যাব প্রধানের উপস্থিতিতে সমুদ্রপাড়ে ট্রেইলার প্রকাশ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/02/24/operationsundarban.jpg)
বিশ্ব ঐতিহ্য ও সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবনকে জলদস্যু ও বনদস্যুমুক্ত করার প্রেক্ষাপট নিয়ে নির্মিত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার ট্রেইলার প্রকাশ হবে আগামী ২৯ জুলাই বিশ্বের সবচেয়ে বড় সৈকত কক্সবাজারে।
এ দিনেই কক্সবাজার শহরের হোটেল রেস্তোরাঁ ও সৈকতের বিভিন্ন পয়েন্টে সিনেমাটির প্রচারণায় অংশ নেবেন তারকারা। সেদিনই জানা যাবে সিনেমাটির মুক্তির নতুন তারিখ; এর আগে একাধিকবার মুক্তির তারিখ পরিবর্তন হয়েছে।
সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান র্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড। ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
র্যাব থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লাবণী বিচে আয়োজনটি হবে। ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার অভিনয়শিল্পী রিয়াজ, সিয়াম, নুসরাত ফারিয়া, রোশান, দর্শনা, মনোজ প্রামাণিক, রাইসুল ইসলাম আসাদসহ আরও অনেকে ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে হাজির হবেন। অনুষ্ঠানে তাঁরা সিনেমার গানের সঙ্গে লাইভ পারফর্ম করবেন।
২০১৯ সালে ২০ ডিসেম্বর সাতক্ষীরার বুড়িগোয়ালিনী এলাকায় শুটিং শুরু হয়েছিল ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার। করোনার কারণে কয়েক ধাপ পিছিয়ে গেল বছরের ১০ নভেম্বর মোংলার বানিয়াশান্তা এলাকায় সিনেমাটির শুটিং শেষ হয়।
দীপংকর দীপনের পরিচালনায় সুন্দরবনকে জলদুস্যমুক্ত করার অভিযানের গল্প নিয়ে নির্মিত ‘অপারেশন সুন্দরবন’; বন্যজীবন নিয়ে বাংলাদেশের প্রথম রোমাঞ্চকর কাহিনিচিত্র এটি।
সিনেমাটিতে অভিনয় করেছেন রিয়াজ আহমেদ, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, দর্শনা বণিক, তাসকিন রহমান, রওনক হাসান, তুয়া চক্রবর্তী, মনোজ প্রামাণিক, সামিনা বাশার, রাইসুল ইসলাম আসাদ, আরমান পারভেজ মুরাদ, নরেশ ভুইয়া, মানস বন্দোপাধ্যায়, মনির খান শিমুল প্রমুখ।