অপুকে কোলে তুলতে গিয়ে বিপাকে নিরব, ভার সামলাতে পারলেন না নায়িকার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/03/12/nirob_apu.jpg)
‘বিয়াইনসাব’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক নিরব। হঠাৎ অপুকে কোলে তুলতে চাইলেন নিরব। কিন্তু নায়িকার ভার সামলাতে না পেরে উপুড় হয়ে পড়ে যান মঞ্চে।
এমন দৃশ্য অন্তর্জালে ভাইরাল। জানা গেছে, শনিবার (১১ মার্চ) মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির ৭৫ বছর পূর্তি উদযাপনে সিরাজদিখান উপজেলার একটি রিসোর্টে ছিলো এ আয়োজন।
অন্তর্জালে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, নিরব-অপু পড়ে যাওয়ার পরই অনুষ্ঠানের লোকজন তাদের কাছে ছুটে আসেন এবং দুজনকে টেনে তোলেন। এরপর বাকি পারফর্মেন্স শেষ করেন তারা।
এরপর অপু ও নিরব দুজনেই অনুরোধ জানিয়েছিলেন, ভিডিওটি না ছড়াতে। অপু বিশ্বাস বলেছিলেন, ‘আমি একজন চিত্রনায়িকা ও আপনাদের বোন হিসেবে অনুরোধ করবো, যেহেতু স্টেজে পারফর্ম করতে গিয়ে স্কার্টের কারণে দুজনই পড়ে গেছি। আমাদের একটি অবস্থান রয়েছে, ভালোবাসার মানুষ আছে। আমি বিনীত অনুরোধ করবো, এই জায়গার ভিডিও কেউ ছাড়বেন না।’
নিরবও একই সুরে আহ্বান জানালেন, ‘আমরা আসলে ভালোর চেয়ে খারাপটি দেখতে চাই, দেখাতে চাই। নতুন কিছু বলতে চাই না, পাগলকে সাঁকো নাড়াতে মানা করলে সে আরও বেশি নাড়ায়। আপনারা অনেক বিবেকবান মানুষ, আশা করি বিষয়টি বুঝবেন।’
যদিও তাদের অনুরোধের তোয়াক্কা করেননি কেউই।
অপু বিশ্বাস ও নিরব জুটি বেঁধে বছর দুয়েক আগে ‘ছায়াবৃক্ষ’ সিনেমায় কাজ করেছেন। মুক্তির অপেক্ষায় আছে সিনেমাটি।