অস্কারের ইতিহাস নতুন করে লেখাল ‘প্যারাসাইট’

পুরস্কার নিতে মঞ্চে উঠে মাতৃভাষাতেই বক্তব্য দিলেন দক্ষিণ কোরিয়ার বং জুন-হো। পাশে থাকা দোভাষী সেটা ইংরেজিতে অনুবাদ করে দিচ্ছিলেন। এই বং জুন-হো বদলে দিয়েছেন বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের ৯২ বছরের ইতিহাস।
এবারের অস্কারে ‘বেস্ট পিকচার’ বা ‘সেরা চলচ্চিত্র’ বিভাগের পুরস্কারটা গেছে জুন-হো পরিচালিত দক্ষিণ কোরিয়ার আলোচিত চলচ্চিত্র ‘প্যারাসাইট’-এর ঝুলিতে। অস্কারের ইতিহাসে এবারই প্রথম ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষার চলচ্চিত্র সেরা পুরস্কারটি পেল। শুধু তাই নয়, প্রথমবারের মতো কোনো দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র পেল ‘বেস্ট পিকচার’ পুরস্কার। মোট চারটি অস্কার জিতেছে ‘প্যারাসাইট’। সেরা বিদেশি চলচ্চিত্র, সেরা পরিচালক ও সেরা চিত্রনাট্যের পুরস্কারও বগলদাবা করেছেন বং জুন-হো।
সমাজের একেবারেই ভিন্ন দুটি শ্রেণির দুই পরিবারকে ঘিরে নির্মিত হয়েছে তীক্ষ্ণ সামাজিক ব্যাঙ্গাত্মকধর্মী চলচ্চিত্র ‘প্যারাসাইট’।
এমন সাফল্যে কথা সরছিল না সিনেমার প্রযোজক কয়াক সিন-আর মুখ থেকে। সেরা চলচ্চিত্রের পুরস্কার নিতে মঞ্চে উঠে তিনি বলেন, ‘আমি বাকরুদ্ধ। আমরা কস্মিনকালেও ভাবিনি এমন কিছু হবে।’
‘প্যারাসাইট’ ছাড়াও একাধিক পুরস্কার জিতেছে ‘ওয়ান্স আপঅন আ টাইম ইন হলিউড’ ও ‘জোকার’।
ডলবি থিয়েটারে জমকালো আয়োজন, সাবলীল উপস্থাপনা, এলটন জনসহ খ্যাতনামাদের পারফরম্যান্স, সব মিলিয়ে বরাবরের মতোই জমজমাট ছিল ৯২তম অস্কারের আসর।
এবারের অস্কারের সেরা অভিনেতা হয়েছেন জোয়াকিন ফিনিক্স। ‘জোকার’ ছবিতে আর্থার ফ্লেকের ভুমিকায় দুর্দান্ত অভিনয় করেন তিনি। অস্কার যেন অবধারিত ছিল। আর, জুডি গারল্যান্ডের বায়োগ্রাফিকাল ড্রামায় অভিনয় করেন রেনেঁ জেলওয়েগার। পেয়ে যান সেরা অভিনেত্রীর অস্কার। অবশ্য এটিই তাঁর প্রথম অস্কার নয়।
এবার ‘ওয়ান্স আপঅন আ টাইম ইন হলিউড’ ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেতার অস্কার জিতেছেন ব্র্যাড পিট। সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার গেছে ‘ম্যারেজ স্টোরি’র অভিনেত্রী লরা ডার্নের কাছে।
অ্যানিমেটেড বিভাগে সেরার পুরস্কার পেয়েছে ‘টয় স্টোরি ফোর’। সেরা ডকুমেন্টটারি হয়েছে ‘আমেরিকান ফ্যাক্টরি’।
একাধিক পুরস্কার গেছে, ‘জোকার’ ও ‘ওয়ান্স আপঅন আ টাইম ইন হলিউড’-এর ঝুলিতেও। বছরজুড়ে আলোচনায়ও ছিল ছবিগুলো।