‘আইবি ৭১’ ছবির প্রচারণায় মন্দিরে গেলেন বিদ্যুৎ জামওয়াল
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/05/09/vidyut-jammwal-thumv.jpg)
‘আইবি ৭১’ ছবির মুক্তির আগে আশীর্বাদ নিতে অমৃতসরের স্বর্ণমন্দিরে গেলেন বলিউড অভিনেতা বিদ্যুৎ জামওয়াল। আজ (৯ মে) ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুৎ জাম্মওয়াল তার আসন্ন ছবির প্রচারকালে স্বর্ণ মন্দির এবং ওয়াঘা সীমান্ত পরিদর্শন করেছেন।
বিদ্যুৎ জামওয়াল নিজের ইনস্টাগ্রাম পেজে বাসন মাজার ভিডিওটি পোস্ট করেছেন। ক্যাপশনে লেখেন, ‘ওয়াহে গুরুজি’।
ভিডিওতে দেখা গেছে, সাদা শার্ট-প্যান্ট পরিহিত অবস্থায় বিদ্যুৎ জামওয়াল। সেই সঙ্গে হাতে ঘড়ি আর মাথায় সাদা রুমাল বেঁধে স্বর্ণমন্দিরে গিয়ে পাত্র পরিষ্কার করছেন তিনি। আবার অনেক অনুরাগীর সঙ্গে সেলফি তুলছেন কমান্ডো ছবির এই অভিনেতা।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, পরে তিনি রওনা হওয়ার আগে সবাইকে অভিবাদন জানান। মন্দিরে বিদ্যুৎকে দেখে খুশি ভক্তরা। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই অনুরাগীরা তার প্রশংসা করছেন।
সংকল্প রেড্ডি পরিচালিত ‘আইবি ৭১’- এর প্রচারে ব্যস্ত এই অভিনেতা। এই ছবির প্রযোজকও তিনি। ১২ মে বড় পর্দায় মুক্তি পাবে ছবিটি। তাই খানিকটা চাপে রয়েছে এই অভিনেতা।
বিদ্যুৎ জামওয়াল ছাড়াও এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের ও অভিনেতা বিশাল জেটওয়া।