আপনারা কষ্ট পেলেও আমরা সুখে আছি : আমির খান
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/07/04/amir_khan_0.jpg)
১৫ বছরের সংসারজীবনের ইতি টানার খবর এক যৌথ বিবৃতিতে গতকাল শনিবার জানিয়েছেন বলিউড সুপারস্টার আমির খান ও কিরণ রাও দম্পতি। এমন খবরে আমির-কিরণের অনুরাগীরা মর্মাহত হলেও তাঁরা সুখে আছেন বলে জানিয়েছেন আলোচিত সাবেক এই দম্পতি।
সম্প্রতি ইন্টারনেটে একটি ভিডিও ঘুরছে, সেখানে সাবেক এই দম্পতি হাতে হাত রেখে এমন তথ্য জানিয়েছেন বলে খবর বলিউডভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের।
৪১ সেকেন্ডের সেই ভিডিওতে আমির খানকে হাসিমুখে কিরণ রাওকে পাশে বসিয়ে বলতে শোনা গেছে, ‘আপনারা অবশ্যই দুঃখিত এবং হতবাক। তবে আমরা বলতে চাই, খুব খুশি আছি আমরা এবং আমরা একটি পরিবার। আমাদের সম্পর্ক বদলে গেছে, তবে আমরা একসঙ্গে আছি।’
গতকাল যৌথ বিবৃতিতে এ দম্পতি লিখেছেন, ‘এই ১৫ বছরের সুন্দর যাত্রায় আমরা অনেক আনন্দ, উচ্ছ্বাস ও অভিজ্ঞতা সঞ্চয় করেছি। ভরসা, ভালোবাসা এবং শ্রদ্ধার মধ্য দিয়ে আমাদের সম্পর্ক বিকশিত হয়েছে। এ বার আমরা জীবনের নতুন একটা অধ্যায় শুরু করতে চলেছি। কিন্তু স্বামী-স্ত্রী হিসেবে নয়, আমাদের সন্তানের মা-বাবা এবং পরিবারের সদস্য হিসেবে।’
যৌথ বিবৃতিতে জানিয়েছেন, আলাদা থাকলেও ছেলে আজাদের প্রতি সমস্ত কর্তব্য পালন করবেন আমির ও কিরণ। ব্যক্তিজীবনের এই সিদ্ধান্তের প্রভাব পেশাগত দিকে পড়বে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
তাঁদের ভাষ্য, ‘আমরা একসঙ্গে সিনেমা করব। আমাদের পানি ফাউন্ডেশনের কাজ এবং অন্যান্য যে কাজগুলো আমরা করতে ভালোবাসি, তার সবকিছুই একসঙ্গে করব।’
ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি এ দম্পতির আহ্বান, তাঁরা যেন তাঁদের শুভ কামনা করেন। তাঁদের দাবি, বিবাহবিচ্ছেদ মানেই সব শেষ নয়, নতুন যাত্রা শুরু।
২০০১ সালে ‘লগন’ সিনেমার কাজ চলাকালে সাক্ষাৎ হয় আমির-কিরণের। ২০০৫ সালের ডিসেম্বরে আমির খান ও কিরণ রাও বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের ঘরে রয়েছে এক পুত্রসন্তান আজাদ রাও। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে আজাদ জন্মগ্রহণ করে। এর আগে রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান। বিয়ের ১৬ বছর পর তাঁদের বিচ্ছেদ হয়। তাঁদের ঘরে রয়েছে দুই সন্তান ইরা খান ও জুনাইদ খান।