আসছে কিশোর কুমারের বায়োপিক
প্রথাগত তালিম ছাড়াই হয়ে উঠেছিলেন সংগীতজগতের অন্যতম প্রতিষ্ঠান। তিনি কিশোর কুমার। কণ্ঠে ধারণ করেছেন এমন সব গান, তার সুর সতত বহমান। তাঁকে বিস্ময় বললে অত্যুক্তি হবে না। গেল ৪ আগস্ট ৯২তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা ও ভালোবাসায় ভেসেছেন পরলোকগত এ কণ্ঠের জাদুকর। এবার সুখবর এলো। ছেলে অমিত কুমার জানালেন, কিশোর কুমারের বায়োপিক নির্মাণ হবে।
বলিউডভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, কিংবদন্তি শিল্পী, সুরকার, অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক কিশোর কুমারের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে গাঙ্গুলি পরিবার।
কিশোর কুমারের ছেলে কণ্ঠশিল্পী অমিত কুমার জানিয়েছেন, অনেক নির্মাতাই তাঁর বাবার জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণে আগ্রহ দেখিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন সুজিত সিরকার ও অনুরাগ বসু। অমিতের ভাষ্য, ‘সব সময়ই আমার ইচ্ছে ছিল, বায়োপিকটি আমরাই নির্মাণ করব। সর্বোপরি তাঁর (কিশোর কুমার) পরিবারের চেয়ে কে তাঁকে ভালোভাবে জানে?’
পোর্টালটিকে অমিত কুমার আরও জানান, এরই মধ্যে বাবার ব্যাপারে পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তা শুরু হয়েছে। চিত্রনাট্য শেষ করতে কমপক্ষে এক বছর লাগবে। এখনও কঠোর পরিশ্রম আর দীর্ঘ যাত্রা বাকি।
কিশোর কুমার ছিলেন একাধারে গায়ক, গীতিকার, সুরকার, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং রেকর্ড প্রযোজক। তাঁকে ভারতীয় চলচ্চিত্র শিল্পের সর্বাধিক সফল এবং চলচ্চিত্রের সর্বশ্রেষ্ঠ নেপথ্য গায়ক হিসেবে বিবেচনা করা হয়।
কিশোর কুমার বিভিন্ন ভারতীয় ভাষায় গান গেয়েছিলেন, যার মধ্যে রয়েছে বাংলা, হিন্দি, মারাঠি, অসমীয়া, গুজরাটি, কন্নড়, ভোজপুরি, মালয়ালাম, ওড়িয়া ও উর্দু। জিতেছেন অসংখ্য পুরস্কার।
কিশোর কুমার ব্যক্তিজীবনে চার বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। শোনা যায়, চার বারের দাম্পত্যজীবনের পরেও ঠিক সুখী হতে পারেননি। কিশোর কুমার ও তাঁর প্রথম স্ত্রী রুমা গুহঠাকুরতার একমাত্র সন্তান অমিত কুমার। ১৯৫২ সালে জন্ম হয় অমিতের। অমিত কুমারও একজন প্রতিষ্ঠিত কণ্ঠশিল্পী।
১৯৮৭ সালের ১৩ অক্টোবর মাত্র ৫৮ বছর বয়সে পরলোকগমন করেন সংগীতজগতের বিস্ময় কিশোর কুমার।