ঈদে ওটিটির দর্শকদের ‘রিল্যাক্স’ দেবে এই সিরিজ

ক্রাইম, থ্রিলার-সাসপেন্স কিংবা নৃশংস গল্প দেখতে দেখতে হাঁপিয়ে ওঠা ওটিটির দর্শকদের জন্য বিনোদন ভিত্তিক ‘হোটেল রিল্যাক্স’ নিয়ে আসছেন নির্মাতা কাজল আরেফিন অমি। আসন্ন ঈদে বঙ্গতে মুক্তি পাবে এটি; ওয়েব সিরিজটির পোস্টার প্রকাশ করে জানানো হয়েছে এমনটা।
অমির এই সিরিজে দেখা মিলবে পলাশ, মিশু সাব্বির, পাভেল, পারসা ইভানা, মারজুক রাসেল, শরাফ আহমেদ জীবন, চাষী আলক, শিমুল শর্মা, শিবলু, বাচ্চু, লামিমাকে। ওয়েব সিরিজে একটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন নায়িকা পূর্ণিমা।
পরিচালক অমি জানান, প্রতিটি চরিত্রের আলাদা নিজস্বতা থাকবে। যা তার পরিচালিত পূর্বের কাজগুলোতে ছিল। পাশাপাশি তিনি শুটিং থেকে পোস্ট প্রডাকশনে সময় নিয়ে কাজটি করছেন।
এটি কাজল আরেফিন অমি পরিচালিত প্রথম ওয়েব সিরিজ। নির্মাতা বলেন, কাজটির জন্য দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছি। পুরোপুরি ফিল্মি এফোর্ড দিয়ে বানিয়েছি। কোনো কম্প্রোমাইজ করিনি। তাই দর্শকদের বোরিং লাগার সুযোগ নেই।
অমি বলেন, অবশ্যই কাজটি বিনোদনধর্মী। আমি সেই দর্শকদের ভরপুর বিনোদন দিতে চাই। আমাদের দর্শক নিয়মিত থ্রিলারসহ অনেক গল্পের ওয়েব সিরিজ দেখেছেন, তবে আমি যেটা বানাতে চাই, হয়তো এই ধরনের গল্প আগে দেখেনি।