ওটিটিতে শাকিব খানের চেয়ে অপূর্বদের দর্শক বেশি?
বিনোদনের নতুন মাধ্যম হিসেবে বিশ্ব এখন ঝুঁকেছে ওটিটি প্ল্যাটফর্মে। অবশ্য অন্য দেশের তুলনায় বাংলাদেশ ঝুঁকেছে কিছুটা দেরিতে। তাই তো ভিনদেশি ওটিটি প্ল্যাটফর্মগুলো বাংলাদেশের বাজার দখল করে নিয়েছে একচেটিয়াভাবে। অনেকের মতে, মান ও কনটেন্টের দিক থেকে পিছিয়ে আছে বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্মগুলো। কিন্তু সেই প্ল্যাটফর্মগুলোর দর্শক কেমন, এনটিভি অনলাইন সে খবর নেওয়ার চেষ্টা করেছে।
সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম সিনেমাটিকের জন্য ছোট পর্দার তারকা জিয়াউল ফারুক অপূর্বকে নিয়ে ওয়েব ফিল্ম ‘ট্রল’ নির্মাণ করা নাট্যনির্মাতা সঞ্জয় সমদ্দার ফেসবুকে জানিয়েছেন, এই কনটেন্টটি পাইরেসি হওয়ার পরও ২২ লাখের বেশি হিট পড়েছে। যদিও প্লে স্টোরে ‘সিনেমাটিক’ অ্যাপটির ডাউনলোড সংখ্যা দেখাচ্ছে এক লাখের বেশি। তাই ‘ট্রল’ ওয়েব ফিল্মের এই দর্শক-সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছেন অন্তর্জালবাসীর একাংশ।
তবে ‘ট্রল’ ২২ লাখেরও বেশি হিট করেছে, এই বাক্যকে সিনেমাটিকের পরিচালক তামজিদ অতুল ব্যাখ্যা করেছেন এভাবে, ‘এখানে ২২ লাখ হিট মানে ২২ লাখ আলাদা দর্শক দেখেছেন, এমন নয়। ১০ আইডি থেকে যদি ১০ জন ১০ বার করে দেখে, তাহলে ১০০ জন হয়। সেভাবে ২২ লাখ হিট বলা হয়েছে।’
প্লে স্টোরের হিসাব অনুসারে, সিনেমাটিক ডাউনলোড হয়েছে এক লাখের বেশি। তাহলে এত দর্শক কীভাবে? তামজিদ অতুলের কাছে এমন প্রশ্ন রাখা হলে তিনি বলেন, ‘প্লে স্টোরে এক লাখ দেখাচ্ছে আপনি নিশ্চিত?’ তাঁকে নিশ্চিত করা হলে তিনি দাবি করেন, ‘আমাদের অ্যাপ চার লাখের বেশি ডাউনলোড হয়েছে। ওঠানামা করা আমাদের পেইড সাবস্ক্রাইবার চার লাখের মতো। সবচেয়ে হিট কনটেন্ট—জানোয়ার। ওটা ৩০ লাখের বেশি হিট করেছে।’
তরুণ নির্মাতা রায়হান রাফির পরিচালনায় করোনাকালে খুন ও গণধর্ষণের একটি মর্মান্তিক ঘটনা নিয়ে নির্মিত ‘জানোয়ার’ ওয়েব ফিল্মে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন এলিনা শাম্মী, রাশেদ মামুন অপু, তাসকি রহমান ফরহাদ লিমন, মুনমুন আহমেদ, আর এ রাহুল, জামশেদ শামীম, জাহাঙ্গীর আলম, শিশুশিল্পী আরিয়া অরিত্রসহ অনেকে।
ছোট পর্দার তারকাদের এত দর্শক। তাহলে দেশের শীর্ষ নায়ক শাকিব খানের ওটিটি প্ল্যাটফর্মে দর্শক কত? গেল বছরের ১৬ ডিসেম্বর প্রথম সিনেমা হিসেবে ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে মুক্তি পায় শাকিব খানের ‘নবাব এলএলবি’।
তবে সিনেমাটির পরিচালক ও আই থিয়েটারের ব্যবস্থাপনা পরিচালক অনন্য মামুনের দাবি, আই থিয়েটারে ‘নবাব এলএলবি’ দেখেছেন মাত্র ১৫ থেকে ১৬ হাজার দর্শক। এনটিভি অনলাইনকে দেওয়া অনন্য মামুনের ভাষ্যটা এমন, ‘দেখুন, একেবারে সুনির্দিষ্ট দর্শক-সংখ্যা এখনই বলা সম্ভব নয়। তবে সংখ্যাটা ১৫ থেকে ১৬ হাজারের মধ্যে।’
এমন বক্তব্যের পর অনন্য মামুনকে জানানো হয়, সিনেমাটিক তাদের দুটি কনটেন্ট ৩০ ও ২২ লাখের বেশি হিট করেছে বলে দাবি করেছে। সেখানে শাকিব খানের দর্শক মাত্র ১৬ হাজার? অনন্য মামুন বলেন, ‘এটা হতে পারে। ওদের সাবস্ক্রাইবার চার্জ কম। তবে আমার জানা মতে, আমি শাকিব খানকে নিয়ে নবাব এলএলবি সিনেমায় কাজ করে যেটা বলতে পারি, অনলাইনে শাকিবের আহামরি তেমন কোনো দর্শক নেই।’
আই থিয়েটারে পেইড সাবস্ক্রাইবার এক লাখ ২০ হাজারের মধ্য ওঠানামা করছে বলে দাবি অনন্য মামুনের।
এদিকে, ওটিটি প্ল্যাটফর্ম বিনজের নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র এনটিভি অনলাইনের কাছে দাবি করেছে, তাঁদের প্ল্যাটফর্ম থেকে সবচেয়ে বেশি দেখা কনটেন্ট ‘আগস্ট ১৪’। ২০১৩ সালে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা হতে অনুপ্রাণিত ওয়েব সিরিজ রচনা ও পরিচালনা করেন শিহাব শাহীন, যেখানে অভিনয় করেছিলেন তাসনুভা তিশা, শতাব্দী ওয়াদুদ, শহিদুজ্জামান সেলিম ও মনিরা মিঠুরা। তবে প্রতিষ্ঠানটি এই কনটেন্টের সুনির্দিষ্ট দর্শক-সংখ্যা জানাতে চায় না।
তবে পেইড সাবস্ক্রাইবার ১৩ হাজারের আশপাশে ওঠানামা করেছে বলে জানিয়েছে সূত্রটি।